'মিরাট থেকে গোরক্ষপুর পর্যন্ত ওই হিন্দি কেউ বুঝবে না', মমতাকে কটাক্ষ শুভেন্দুর
সমাজবাদী পার্টির নেতা কিরন্ময় নন্দ উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। হিন্দি বলয়ের বিজেপি শাসিত ওই রাজ্যে প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর হিন্দি বলা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। পাশাপাশি উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলে বিজেপি লাভবান হবে বলেই দাবি করেছেন এই বিজেপি নেতা।মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি বলা প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু?শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী যে কোনও জায়গায় যেতে পারেন। তাঁকে উত্তরপ্রদেশের বিজেপি বহিরাগত বলবে না। এবং উত্তরপ্রদেশের বিজেপি বা বিজেপি সরকার তাঁর হেলিকপ্টার নামতে বাধা দেবে না। এটুকু আমি বলতে পারি। মুখ্যমন্ত্রীর যে হিন্দি ভাষণ আমরা শুনি, এই হিন্দি যদি উত্তরপ্রদেশে ভাষণে গিয়ে বলেন, যদি দোভাষী না নিয়ে ওই হিন্দিতে বক্তৃতা করেন, তা উত্তরপ্রদেশে মিরাট থেকে গোরক্ষপুর পর্যন্ত ওই হিন্দি কেউ বুঝবে না দায়িত্ব নিয়ে বলতে পারি। ওই হিন্দি ওখানে একদমই চলে না।মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশে বিজেপি বিরোধী প্রধান মুখ বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির নেতা কিরন্ময় নন্দ। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা একজন হিন্দু বিরোধী রাজনৈতিক নেত্রী হিসাবে হিন্দুরা মনে করেন। উত্তরপ্রদেশে গেলে বিজেপির ভোট বাড়বে বৈ কমবে না। মোদ্দা কথা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে বঙ্গ রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে।